মূল পাতা আন্তর্জাতিক ‘ইরানের সাথে নয়, তাদের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা’
আন্তর্জাতিক ডেস্ক 23 June, 2025 11:02 AM
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জেডি ভ্যান্স রোববার জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য।
সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান-এ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।
ভ্যান্সের মতে, এই অভিযান ছিল সত্যিই অসাধারণ। ইরানের পরমাণু সক্ষমতাকে অনেকটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে ইরান ‘অনেকটাই পিছিয়ে গেছে তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে।
ভ্যান্স দাবি করেন, আমেরিকা প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’, তবে সেই শান্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্রের পথে না হাঁটার শর্তে।